Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

২x৬৬০ মেঃওঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল), বাগেরহাট

প্রধান তথ্যাদি

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল)

 

(বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এনটিপিসি লিঃ, ভারত এর একটি যৌথ উদ্যোগ কোম্পানি)

ইকুইটি অংশ

  • জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (JVA) স্বাক্ষর - ২৯/০১/২০১২খ্রিঃ
  • ইকুইটি বিনিয়োগ - ৫০:৫০

প্রকল্পের ক্ষমতা

১,৩২০ (২×৬৬০) মেগাওয়াট ক্ষমতা (আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি)

প্রকল্প ব্যয়

১৬,০০০ কোটি টাকা

অর্থ যোগান

ECA অর্থায়ন- ১২,৮০০ কোটি টাকা (১৬০০ মিলিয়ন মাঃ ডলার),

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইক্যুইটি)- ১,৬০০ কোটি টাকা এবং

এনটিপিসি লি., ভারত (ইক্যুইটি) -১,৬০০ কোটি টাকা

চুক্তি

  • বিউবো’র সহিত ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর – ২০/০৪/২০১৩ খ্রিঃ
  • বাংলাদেশ সরকারের সাথে বাস্তবায়নের চুক্তি (আইএ) স্বাক্ষর - ২০/০৪/২০১৩খ্রিঃ

ইপিসি ঠিকাদার

ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেডঃ (বিএইচইএল), ভারত ;

  • ইপিসি চুক্তি স্বাক্ষর- ১২ জুলাই ২০১৬ খ্রিঃ
  • NTP (Notice to Proceed) ইস্যু- ২৪ এপ্রিল ২০১৭খ্রিঃ

বাণিজ্যিক উৎপাদনের তারিখ (COD)

  • প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট): ২৩-ডিসেম্বর-২০২২ খ্রি.
  • দ্বিতীয় ইউনিট (৬৬০ মেঃওঃ): মার্চ ২০২৪ খ্রি. (সম্ভাব্য)

কয়লা ও লাইমস্টোন ক্রয়

  • জ্বালানি হিসেবে আমদানিকৃত উন্নতমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। ৮০ লক্ষ মেঃ টন কয়লা ক্রয়ের চুক্তি বিগত ০৭-০৬-২০২৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে।
  • পরিবেশ সুরক্ষায় সালফার দূরীকরণের জন্য লাইমস্টোন ক্রয় অব্যাহত আছে।

 

প্রকল্পের অগ্রগতিঃ

  • ৩০ নভেম্বর ২০২৩ খ্রিঃ পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৯৬.৮% % ও আর্থিক অগ্রগতি ৯১.২৯ %। প্রকল্পের ক্রমপুঞ্জিত ব্যয় ১৪,৬০৬ কোটি টাকা (এক্সচেঞ্জ রেট ভেরিয়েশন ছাড়া)। যার মধ্যে ঋণ হতে উত্তোলনের পরিমাণ ১১৪৮ মিলিয়ন মাঃ ডলার এবং ইক্যুইটি হতে খরচ ৩০২২ কোটি টাকা।

এছাড়াও প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ডিসেম্বর-২০২৩ খ্রিঃ এর শেষ সপ্তাহ পর্যন্ত অগ্রগতি নিম্নরূপঃ

ইউনিট #১: বিগত ০৬-০৯-২০২২ তারিখে বাংলাদেশ ও ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়গন যৌথভাবে ইউনিটটি উদ্বোধন করেন। বাণিজ্যিক উৎপাদন গত ২৩-১২-২০২২ তারিখ থেকে চালু হয়েছে।

ইউনিট #: বিগত ০১-১১-২০২৩ তারিখে বাংলাদেশ ও ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়গন যৌথভাবে ইউনিটটি উদ্বোধন করেন। ফুল লোড অপারেশন গত ২৪-১০-২০২৩ তারিখে সম্পন্ন করা হয়েছে। ইউনিটটির COD বা বাণিজ্যিক উৎপাদন শুরুর জন্য প্রয়োজনীয় কাজ চলমান। 

পাওয়ার ইভাকুয়েশন এর নিমিত্ত ৪০০ কেভি ডাবল সার্কিট রামপাল-গোপালগঞ্জ-আমিনবাজার ট্রান্সমিশন লাইন (১৭৩ কি.মি.) এবং ২৩০ কেভি ডাবল সার্কিট রামপাল-খুলনা ট্রান্সমিশন লাইন (২৪ কি.মি.) প্রস্তুত করা হয়েছে। ২৯-আগস্ট-২০২১ খ্রি. তারিখে লাইন চার্জিং, ০৯-সেপ্টেম্বর-২০২১ খ্রি. তারিখে ২৩০ কেভি জিআইএস চার্জিং এবং ২৬.০৯.২০২১ খ্রি. তারিখে স্টার্ট-আপ ট্রান্সফর্মার চার্জিং সম্পন্ন হয়েছে।

প্রকল্প অগ্রগতির ছবি দেখার জন্য এখানে ক্লিক করুণ।