Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

৫০০ মেঃওঃ সোলার বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি

সরকারি এবং বেসরকারি সকল খাতে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি কার্যকারিতা কর্মকান্ড উন্নয়ন করতে স্রেডা দায়িত্বপ্রাপ্ত। জাতীয় গ্রিডের জন্য সোলারভিত্তিক বিদ্যুতের ৫০০ মেগাওয়াট উৎপাদনের জন্য সরকার সম্প্রতি একটি কর্মসূচী শুরু করেছে। এই কর্মসূচীতে বেসরকারি খাতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সনাক্ত করা হয়েছে। এই কর্মসূচীর প্রধান অংশসমূহের মধ্যে রয়েছে:

* সৌরবিদ্যুৎ দ্বারা ডিজেল সেচ পাম্প প্রতিস্থাপন

* প্রত্যন্ত গ্রামে সোলার মিনি গ্রিড পাওয়ার সিস্টেম

* সোলার পার্ক

* সরকারি মালিকানাধীন ভবন, শিল্প এবং আবাসিক ভবনসহ বাণিজ্যিক ভবনের জন্য ছাদের উপর সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন করা/সৌর প্যানেল প্রতিস্থাপন করা।

* স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পর্যায়ে ই-সেন্টার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রেলওয়ে স্টেশনে বিদ্যুতায়ন।

অর্থায়ন এবং উদ্যোগ বিবেচনা করে প্রকল্পসমূহকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে:

১. বাণজ্যিক প্রকল্পসমূহ

২. সামাজিক খাত প্রকল্পসমূহ

বাণিজ্যিক এবং সামাজিক প্রকল্পসমূহের অংশ নিচে দেওয়া হলো:

৫০০ মেগাওয়াট সৌর জ্বালানির কর্মসূচীর পরিকল্পনার সম্ভাবনার উপর ভিত্তি করে সরকার বাণিজ্যিক প্রকল্পসমূহ শ্রেণীবিন্যাস করেছে

ক্রমিক নং

প্রকল্পের ধরণ

অতিরিক্ত ক্ষমতা (মেগাওয়াটে)

সৌরসেচ

১৫০

সোলার মিনি গ্রিড

২৫

সোলার পার্ক

১৩৫

সোলার রুফটপ: আবাসিক এবং বাণিজ্যিক ভবন

শিল্প ভবন

১০

 

২০

 

মোট

৩৪০

 

হিসাব করা হয় যে, এই ৫০ মেগাওয়াট সৌর কর্মসূচী বাস্তবায়নের জন্য ২.৭৬ বিলিয়ন মার্কিন ডলার দরকার হবে যার মধ্যে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার আসবে উন্নয়ন অংশীদারদের নিকট থেকে এবং অবশিষ্ট অর্থ সরকারি এবং বেসরকারি উৎস থেকে ব্যবস্থা করা হবে।